মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়

হাদীস নং:
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: সালাম দেওয়ার প্রতি উৎসাহ দান, সালামের মর্যাদা ও তা ছেড়ে দেওয়ার নিন্দা।
৪। আবদুল্লাহ ইবন সালাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় আসেন, তখন লোকেরা তার দিকে দ্রুত ছুটে গেল। যারা দ্রুত ছুটে গিয়েছিল আমি তাদের মধ্যে একজন ছিলাম। যখন আমি তার মুখমণ্ডলের দিকে দৃষ্টিপাত করলাম, তখন চিনতে পারলাম যে, তার মুখমণ্ডল কোন মিথ্যাবাদীর মুখমণ্ডল নয়। আমি সর্বপ্রথম তাকে যে কথা বলতে শুনেছি সেটা হল, তোমরা সালাম প্রচলন কর, (অভুক্তকে) আহার্য দাও। আত্মীয়তের সঙ্গে সম্পর্ক বজায় রাখ আর যখন লোকেরা নিদ্রামগ্ন থাকে তখন সালাত আদায় কর, তা হলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী, ইবন মাজাহ, দারেমী) তিরমিযী (র) বলেছেন, হাদীসটি সহীহ।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب الحث على السلام وفضله وكراهة تركه
عن عبد الله بن سلام قال لما قدم النبي صلى الله عليه وسلم (يعنى المدينة) انجفل الناس عليه (2) فكنت فيمن انجفل، فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب (3) فكان أول شيء سمعته يقول أفشوا السلام (4) وأطعموا الطعام (5) وصلوا الأرحام، وصلوا والناس نيام (6) تدخلوا الجنة بسلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান