মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
হাদীস নং: ৬
সালাম, (ঘরে প্রবেশের) অনুমতি চাওয়া এবং অন্যান্য বিষয়ের আদব অধ্যায়
পরিচ্ছেদ: সালাম দেওয়ার প্রতি উৎসাহ দান, সালামের মর্যাদা ও তা ছেড়ে দেওয়ার নিন্দা।
৬। মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাম হল, জান্নাতবাসীদের অভিবাদন।
হাদীসটি নবী (ﷺ) এর বিনয় অনুচ্ছেদে বিস্তারিত বর্ণিত হবে।
হাদীসটি নবী (ﷺ) এর বিনয় অনুচ্ছেদে বিস্তারিত বর্ণিত হবে।
كتاب السلام والاستئذان وآداب أخرى
باب الحث على السلام وفضله وكراهة تركه
عن معاذ بن جبل أن رسول الله صلى الله عليه وسلم قال السلام تحية أهل الجنة