মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৮৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৮৪। উবায়দুল্লাহ ইবন আবদিল্লাহ (র) থেকে বর্ণিত যে, একদা তিনি আবু তালহা আনসারী (রা)- কে দেখতে যান। তিনি বলেন, তখন আমরা তার নিকট সাহল ইবন হুনায়ফ (রা)-কে পেলাম। বর্ণনাকারী বলেন, এরপর আবূ তালহা (রা) এক লোককে ডেকে তাঁর নীচে বিছানো চাদরটি উঠিয়ে ফেলেন। সাহল (রা) তাকে বললেন, এটা কেন উঠিয়ে ফেলছেন? তিনি বললেন, কেননা, এতে অনেক ছবি আছে। আর এ সম্বন্ধে রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, তা তো আপনি জানেন। সাহল (রা) বলেন, তিনি কি এ কথা বলেন নি যে, তবে কাপড়ে নকশাকৃত হলে সেটা ব্যতিক্রম? তিনি বললেন, হ্যাঁ। তবে আমি আমার নিজের জন্য এটাকেই (চাদর উঠিয়ে ফেলা) অধিক ভাল মনে করি।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ সহীহ।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
184- عن عبيد الله بن عبد الله أنه دخل على أبى طلحة الأنصارى يعوده قال فوجدنا عنده سهل بن حنيف، قال فدعا أبو طلحة انسانا فنزع نمطا تحته فقال له سهل لم تنزعه؟ قال لأن فيه تصاوير، وقد قال فيها رسول الله صلى الله عليه وسلم ما قد علمت قال سهل أو لم يقل إلا رقما فى ثوب؟ قال بلى ولكنه أطيب لنفسى