মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৮৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৮৩। বুসর ইবন সা'ঈদ (র) যায়দ ইবন খালিদ (রা) থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) - এর সাহাবী আবু তালহা (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করেন না। যেখানে কোন ছবি থাকে। বর্ণনাকারী বুসর (র) বলেন, এরপর তিনি (যায়দ ইবন খালিদ জুহানী) অসুস্থ হলে আমরা তাকে দেখতে এলাম। সে সময় তার ঘরের দরজায় ছবিযুক্ত একটি পর্দা দেখলাম। তখন আমি রাসুলুল্লাহ (ﷺ) -এর সহধর্মিণী মায়মুনা (রা)-এর পালকপুত্র উবায়দুল্লাহ খাওলানী (র)-কে বললাম, তিনি কি বিগত দিনে আমাদেরকে (ছবি সম্বন্ধে) জানান নি এবং ছবির বিষয়ে আলোচনা করেন নি? তখন উবায়দুল্লাহ (র) বললেন, আপনি কি তাকে বলতে শুনেন নি। 'তবে কাপড়ে নকশা হলে তা ব্যতিক্রম? বর্ণনাকারী হাশিম (র) বলেন, যায়দ (র) কি বিগত দিনে আমাদেরকে (ছবি সম্বন্ধে) সংবাদ দেন নি এবং ছবির বিষয়ে আলোচনা করেন নি? তখন উবায়দুল্লাহ (র) বললেন, আপনি কি তাকে বলতে শুনেন নি, 'তবে কাপড়ে নকশা হলে তা ব্যতিক্রম? বর্ণনাকারী ইউনুস (র)ও এটা বলেছেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
183- عن بسر بن سعيد عن زيد بن خالد عن أبى طلحة صاحب رسول الله صلى الله عليه وسلم أنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال لا تدخل الملائكة بيتا فيه صورة، قال بسر ثم اشتكى فعدناه فاذا على بابه ستر فيه صورة فقلت لعبيد الله الخولانى ربيب ميمونة زوج النبى صلى الله عليه وسلم ألم يخبرنا ويذكر الصور يوم الأول فقال عبيد الله ألم تسمعه يقول قال إلا رقما في ثوب قال هاشم ألم يخبرنا زيد عن الصور يوم الأول؟ فقال عبيد الله ألم تسمعه حين قال إلا رقما فى ثوب وكذا قال يونس
tahqiqতাহকীক:তাহকীক চলমান