মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৮২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৮২। হিশাম ইবন উরওয়া (র) তার পিতা থেকে, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একটি চাঁদর খরিদ করেছিলেন। তাতে অনেক ছবি ছিল। তিনি এটা দ্বারা ঘর সাজাতে চেয়েছিলেন। তখন নবী তাঁর নিকট গেলে তিনি তাকে সেটা দেখিয়ে জানালেন যে, তিনি এটা দ্বারা ঘর সাজাতে চান। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি এটা কেটে দুটি বালিশ তৈরী কর। আয়েশা (রা) বলেন, আমি তাই করলাম। তারপর আমি এ দু'টিকে বালিশ হিসেবে ব্যবহার করতাম এবং রাসূলুল্লাহ (ﷺ) ও বালিশ হিসেবে ব্যবহার করতেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
182- عن هشام بن عروة عن أبيه عائشة رضى الله عنها أنها اشترت نمطا فيه تصاوير فارادت أن تصنعه حجلة فدخل عليها النبى صلى الله عليه وسلم فأرته إياه واخبرته أنها تريدان تصنعه حجلة، فقال لها اقطعيه وسادتين، قالت ففعلت فكنت أتوسدهما ويتوسدهما النبى صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান