মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৮৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৮৫। শু'বা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা মিসওয়ার ইবন মাখরামা (রা) ইবন আব্বাস (রা)-কে দেখতে গেলেন। ইবন আব্বাস (রা) ব্যাথায় আক্রান্ত ছিলেন। সে সময় তাঁর গায়ে মোটা রেশমের একটি চাদর ছিল। আমি বললাম, হে ইবন আব্বাস। এই রূপ কাপড় আপনার গায়ে কেন? তিনি বললেন, এটার কি হয়েছে? মিসওয়ার (রা) বললেন, এটা তো মোটা রেশমের তৈরী? ইবন আব্বাস (রা) বললেন, আল্লাহর শপথ। আমি তো এ সম্বন্ধে কিছু জানি না। আর আমি মনে করি, নবী (ﷺ) এটা হতে কেবল এজন্য নিষেধ করেন যে, এর দ্বারা দম্ভ ও অহমিকা সৃষ্টি হয়। আল্লাহর শুকর। আমরা এরূপ নই। মিসওয়ার (রা) বললেন, তবে চুলায় এসব ছবি কেন? তিনি বললেন, তুমি কি দেখছ না, আমরা এগুলো আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছি। (বর্ণনাকারী বলেন,) এরপর মিসওয়ার (রা) বের হয়ে গেলে ইবন আব্বাস (রা) বললেন, তোমরা আমার শরীর হতে এই কাপড়টি খুলে ফেল এবং এসব ছবির মাথা কেটে দাও। লোকেরা বলল, হে ইবন আব্বাস। যদি মাথাসহ এগুলো নিয়ে বাজারে যান তবে সর্বাগ্রে বিক্রি হবে। তিনি বললেন, না। তারপর তিনি ছবিগুলোর মাথা কেটে ফেলার নির্দেশ দেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ হাসান।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ হাসান।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
185- عن شعبة ان المسور بن مخرمة دخل على ابن عباس يعوده من وجع وعليه برد استبرق فقلت يا أبا عباس ما هذا الثوب؟ قال وما هو؟ قال هذا الاستبرق قال والله ما علمت به وما أظن النبى صلى الله عليه وسلم نهى عن هذا حين نهى عنه الا للتجبر والتكبر ولسنا بحمد الله كذلك، قال فما هذه التصاوير فى الكانون قال ألا ترى قد أحرقناها بالنار فلما خرج المسور قال انزعوا هذا الثوب عنى واقطعوا رؤوس هذه التماثيل، قالوا يا أبا عباس لو ذهبت بها إلى السوق كان أنفق لها مع الرأس؟ قال لا، فأمر بقطع رءوسها
বর্ণনাকারী: