মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৭৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭৭। দিকরা উম্মু আবদির রহমান ইবন উযায়না (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা উম্মুল মুমিনীন (আয়েশা (রা)-এর সঙ্গে তাওয়াফ করছিলাম। সে সময় তিনি এক মহিলার গায়ে ছবিযুক্ত একটি চাদর দেখলেন। উম্মুল মু'মিনীন বললেন, এটা ছুঁড়ে ফেল, এটা ছুঁড়ে ফেল। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ কিছু দেখলে কেটে ফেলতেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ সহীহ।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
177- عن دقرة أم عبد الرحمن ابن أذينه قالت كنا نطوف بالبيت مع أم المؤمنين فرأت على امرأة بردا فيه تصاليب فقالت أم المؤمنين اطرحيه اطرحيه فان رسول الله صلى الله عليه وسلم كان اذا رأى نحو هذا قضبة
tahqiqতাহকীক:তাহকীক চলমান