মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৭৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭৬। তাঁরই সূত্রে বর্ণিত যে, নবী (ﷺ) স্বীয় ঘরে (প্রাণীর) ছবিযুক্ত কোন কিছু (অন্য শব্দে: কাপড়) রাখতেন না; বরং তা চূর্ণ করে ফেলতেন।
(বুখারী, আবু দাউদ, নাসাঈ)
(বুখারী, আবু দাউদ, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
176- وعنها أيضا أن النبى صلى الله عليه وسلم لم يكن يترك فى بيته شيئا (وفى لفظ ثوبا) فيه تصليب الا قضيه