মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৭৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭৬। তাঁরই সূত্রে বর্ণিত যে, নবী (ﷺ) স্বীয় ঘরে (প্রাণীর) ছবিযুক্ত কোন কিছু (অন্য শব্দে: কাপড়) রাখতেন না; বরং তা চূর্ণ করে ফেলতেন।
(বুখারী, আবু দাউদ, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
176- وعنها أيضا أن النبى صلى الله عليه وسلم لم يكن يترك فى بيته شيئا (وفى لفظ ثوبا) فيه تصليب الا قضيه