মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৭৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭৫। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের একটি পর্দায় পাখীর ছবি ছিল। ঘরে কেউ প্রবেশ করলে এটা তার মুখোমুখি পড়ত। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে আয়েশা। এটা সরিয়ে ফেল। কেননা, আমি যখনই ঘরে প্রবেশ করেছি এবং এটা আমি দেখেছি, তখনই আমার দুনিয়ার কথা স্মরণ হয়েছে। (আয়েশা (রা) বলেন,) এবং তাঁর পশমের তৈরী একটি চাদর ছিল। আমরা লক্ষ্য করতাম যে, তার নকশাগুলো রেশমের। আমরা সেটি পরিধান করতাম।
(মুসলিম ও অন্যান্য)
(মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
175- عن عائشة رضى الله عنها قالت كان لنا ستر فيه تمثال طائر فكان الداخل اذا دخل استقبله فقال لى رسول الله صلى الله عليه وسلم يا عائشة حوّلى هذا فانى كلما دخلت فرأيته ذكرت الدنيا وكانت له قطيفة كنا نقول عليها من حرير فكنا نلبسها