মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৭৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭৮। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রা)-এর একটি মিহিন কাপড়ের ছবিযুক্ত রঙ্গিন পর্দা ছিল। সেটা তিনি ঘরের এক পাশে খুলিয়ে রাখতেন। রাসূলুল্লাহ (ﷺ) (তাঁকে) বললেন, আমার সম্মুখ হতে তোমার এই পর্দার ছবিগুলো মুছে ফেল। কেননা, আমি সালাত আদায় করলে এগুলো আমার সামনে থাকে।
(বুখারী)
(বুখারী)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
177- عن أنس قال كان قرم لعائشة رضى الله عنها قد سترت به جانب بيتها فقال رسول الله صلى الله عليه وسلم اميطى عنا قرامك هذا فان تصاوبره تعرض لى فى صلاتى