মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৪৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড়ে সামান্য রেশম যেমন নকশা, তালি ইত্যাদি দেওয়া বৈধ।
১৪৩। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আসমা (রা) আমাদের নিকট রেশমের ডোরাকাটা একটি জুব্বা বের করে বললেন, এটা পরে রাসূলুল্লাহ (ﷺ) শত্রুদের মুখোমুখি হতেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ হাসান।)
كتاب اللباس والزنية
باب إباحة اليسير من الحرير كالعلم والرقعة ونحوها
143- وعنه أيضا قال أخرجت إلينا أسماء جبة مزرورة بالديباج فقالت في هذه كان يلقى رسول الله صلى الله عليه وسلم العدو
tahqiqতাহকীক:তাহকীক চলমান