মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৪২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড়ে সামান্য রেশম যেমন নকশা, তালি ইত্যাদি দেওয়া বৈধ।
১৪২। তারই সূত্রে আসমা (রা) থেকে বর্ণিত। আবদুল্লাহ (র) বলেন, তিনি আমার নিকট এমন একটি কিসরাওয়ানী (পারস্য সম্রাট কিসরার দিকে সম্বন্ধনীয়) ডোরাকাটা জুব্বা বের করেন; যার কলারে রেশমযুক্ত ছিল (অন্য শব্দে যার কলারে রেশমযুক্ত ছিল এবং সেটা কিসরাওয়ানী ছিল।) এবং তার গলা ও বুকের পট্টিগুলো রেশম জড়ানো ছিল। তিনি বললেন, এটা রাসূলুল্লাহ (ﷺ) -এর জুব্বা। তিনি এটা পরিধান করতেন। এটা আয়েশা (রা)-এর নিকট ছিল। তারপর তাঁর মৃত্যু হলে আমি সেটা আমার নিকট নিয়ে এলাম। আমরা এটা রোগীর রোগ নিরাময়ের জন্য ধৌত করি।
(মুসলিম)
(আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ সংক্ষেপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
باب إباحة اليسير من الحرير كالعلم والرقعة ونحوها
142- وعنه أيضا عن أسماء قال أخرجت إلىّ جبة طيالسة عليها لبنة شبر من ديباج كسرواني (وفي رواية لبنتها ديباج كسرواني) وفرجاها مكفوفان به قالت هذه جبة رسول الله صلى الله عليه وسلم كان يلبسها عند عائشة، فلما قبضت عائشة قبضتها إلىّ، فنحن نغسلها للمريض منا يستشفى بها
tahqiqতাহকীক:তাহকীক চলমান