মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৪৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
(প্রাণীর) ছবি সম্পর্কে নিষেধাজ্ঞা। কাপড়, বিছানা, পর্দা ইত্যাদির ছবির বিধান প্রসঙ্গ
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
১৪৪। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন (প্রাণীর) ছবি অংকন করবে, কিয়ামতের দিন তার উপর শাস্তি চলবে; যাবত না সে তাতে প্রাণ ফুঁকবে। কিন্তু সে তাতে প্রাণ ফুঁকতে পারবে না। যে ব্যক্তি অবাস্তব স্বপ্নের কথা বলবে, কিয়ামতের দিন তার উপর শাস্তি চলবে; যাবত না সে দু'টি যবের মধ্যে গিট লাগায়। কিন্তু সে গিট লাগাতে পারবে না। যে ব্যক্তি অন্য লোকদের আলোচনা কান পেতে শুনবে, অথচ তারা এটাকে তার থেকে গোপন রাখতে চায়, কিয়ামতের দিন তার কর্ণদ্বয়ে শাস্তি ঢেলে দেওয়া হবে।
(বুখারী)
(মুসলিম ও ইমাম চতুষ্টয়ও হাদীসটি বিক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
أبواب النهي عن التصوير وحكم ما فيه صور من الثياب والبسط والستور ونحو ذلك - باب ما جاء في النهي عن التصوير ووعيد فاعله
144- عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من صوّر صورة عذب يوم القيامة حتى ينفخ فيها وليس بنافخ، ومن تحلم عذب يوم القيامة حتى يعقد شعيرتين وليس عاقدا، ومن استمع إلى حديث قوم يفرون به منه صب في أذنيه يوم القيامة عذاب