মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৩৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড়ে সামান্য রেশম যেমন নকশা, তালি ইত্যাদি দেওয়া বৈধ।
১৩৯। সুওয়াইদ ইবন গাফালা (র) থেকে বর্ণিত যে, উমর (রা) জাবিয়া নামক স্থানে খুতবা দানকালে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন। তবে যদি দু' আঙ্গুল বা তিন আঙ্গুল বা চার আঙ্গুল পরিমাণ হয় তবে সেটা ব্যতিক্রম। এই বলে তিনি স্বীয় হাত দ্বারা ইঙ্গিত করলেন।
(মুসলিম আবু দাউদ, ইমামচতুষ্ঠয় ও অন্যান্য)
(মুসলিম আবু দাউদ, ইমামচতুষ্ঠয় ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب إباحة اليسير من الحرير كالعلم والرقعة ونحوها
139- عن سويد بن غفلة أن عمر خطب الناس بالجابية فقال نهى رسول الله صلى الله عليه وسلم عن لبس الحرير ألا موضع إصبعين أو ثلاثة أو أربعة وأشار بكفه
বর্ণনাকারী: