মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৪০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড়ে সামান্য রেশম যেমন নকশা, তালি ইত্যাদি দেওয়া বৈধ।
১৪০। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (ﷺ) রাসূলুল্লাহর শুধু রেশমের তৈরী কাপড় পরতে নিষেধ করেছেন। ইবন আব্বাস (রা) বলেন, তবে টানা রেশমের হলে কিংবা ঝালরে রেশম ব্যবহার করলে আমি সেটাকে দোষনীয় মনে করি না।
(আবূ দাউদ, হাকিম, তবারানী)
(হাদীসটি সনদে বর্ণনাকারী 'খুসায়ফ ইবন আবদির রহমান-কে অনেকে দূর্বল বলেছেন।)
كتاب اللباس والزنية
باب إباحة اليسير من الحرير كالعلم والرقعة ونحوها
140- عن ابن عباس قال إنما نهى رسول الله صلى الله عليه وسلم عن الثوب المصمت من قز، قال ابن عباس إما السَّدى والعلم فلا نرى به بأسا