মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৩৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
প্রয়োজনবশত পুরুষের জন্য স্বর্ণ ও রেশম ব্যবহার করার অনুমতি প্রসঙ্গ
(নাকে জখম হলে স্বর্ণ দ্বারা বাঁধাই করা।)
১৩৩। আমার কাছে বর্ণনা করেছেন ইয়াযীদ ইবন হারূন (র)। তিনি বলেন, আমার কাছে আবু আশহাব (র) আবদুর রহমান ইবন তারাফা (র) থেকে বর্ণনা করেছেন যে, তার দাদা আরফাজা জাহিলী যুগে কিলাব যুদ্ধের দিন তাঁর নাক আহত হয়। এ জন্য তিনি রূপা দ্বারা নাক তৈরী করেন। তারপর তাতে পচন ধরলে নবী (ﷺ) তাকে স্বর্ণ দ্বারা নাক তৈরী করতে নির্দেশ দিলেন।
বর্ণনাকারী ইয়াযীদ (র) বলেন, আবু আশহাব (র)-কে জিজ্ঞাসা করা হল, আবদুর রহমান (র) কি তার দাদার সাক্ষাত পেয়েছে? তিনি বললেন, হ্যাঁ। (অন্য শব্দেঃ) আবূ আশহাব (র) বললেন, আবদুর রহমান (র) বলেছেন যে, তিনি তার দাদা 'আরফাযা (র)-কে দেখেছেন।
كتاب اللباس والزنية
أبواب الرخصة في استعمال الذهب والحرير للرجال لحاجة - باب من أصيب أنفه فاتخذ أنفا من ذهب
133- حدثنا يزيد بن هرون أنبأنا أبو الأشهب عن عبد الرحمن بن طرفة أن جده عرفجة أصيب يوم الكلاب في الجاهلية فاتخذ أنفا من ورق فانتن عليه فأمره النبي صلى الله عليه وسلم أن يتخذ أنفا من ذهب قال يزيد فقيل لأبي الأشهب أدرك عبد الرحمن جده قال نعم (وفي لفظ) قال أبو الشهب وزعم عبد الرحمن أنه رأى جده يعني عرفجة
tahqiqতাহকীক:তাহকীক চলমান