মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৩২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম মহিলাদের জন্য ব্যবহার করা বৈধ। পুরুষদের জন্য নয়।
১৩২। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নাজ্জাশীর পক্ষ হতে নবী (ﷺ) -এর নিকট কিছু অলংকার পেশ করা হয়। নাজ্জাশী এগুলো তাঁকে উপহার দিয়েছিলেন। এগুলোর মধ্যে একটি স্বর্ণের আংটি ছিল। তাতে হাবশী নগিনা যুক্ত ছিল। নবী (ﷺ) মুখ ফিরিয়ে একটি লাঠির সাহায্যে এটাকে তার একটি আঙ্গুলে নিলেন। তারপর তিনি তাঁর নাতনী উমামা বিনতে আবিল আস (রা)-কে ডেকে বললেন, হে প্রিয় নাতনী। তুমি এটা ব্যবহার কর।
(আবু দাউদ (র)-এর বর্ণনায় তিনি 'আমাকে হাদীস বর্ণনা করেছেন' বাক্য উল্লেখ করেছেন। এ হিসেবে হাদীসটি দলিলযোগ্য।)
كتاب اللباس والزنية
باب الرخصة في جوازهما للنساء دون الرجال
132- عن عائشة رضي الله عنها قالت قدمت على النبي صلى الله عليه وسلم حلية من عند لنجاشي أهداها له فيها خاتم من ذهب فيه فص حبشي فأخذه النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم بعود ببعض أصابعه معرضا عنه ث دعا أمامة بنت أبي العاص ابنة ابنته فقال تحلي بهذا يا بنية