মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৩৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
প্রয়োজনবশত পুরুষের জন্য স্বর্ণ ও রেশম ব্যবহার করার অনুমতি প্রসঙ্গ
(নাকে জখম হলে স্বর্ণ দ্বারা বাঁধাই করা।)
১৩৫। আমাকে আবদুল্লাহ আবু আবদির রহমান (র) হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, একদল হাদীস শিক্ষার্থী এসে আবূ আশহাব (র)-এর নিকট প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারপর তারা বললেন, আমাদের কাছে হাদীস বর্ণনা করুন। তিনি বললেন, তোমরা (কোন বিষয়ে) জিজ্ঞাসা কর। তারা বললেন, আমাদের নিকট এমন কিছু নেই যা সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করব। তখন তার কন্যা পর্দার আড়াল হতে বললেন, আপনারা তাকে আরফাযা ইবন আস'আদ (র)-এর হাদীস সম্বন্ধে জিজ্ঞাসা করুন, যার নাক কিলাব যুদ্ধের দিন আক্রান্ত হয়েছিল।
(আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
(হাদীসটি বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
أبواب الرخصة في استعمال الذهب والحرير للرجال لحاجة - باب من أصيب أنفه فاتخذ أنفا من ذهب
135- حدثنا عبد الله أبو عبد الرحمن قال سمعت أبي يقول جاء قوم من أصحاب الحديث فاستأذنوا على أبي الأشهب فأذن لهم فقالوا حدثنا، قال سلوا: فقالوا ما معنا شيء نسألك عنه فقالت ابنته من وراء الستر سلوه عن حديث عرفجة بن أسعد أصيب انفه يوم الكلاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান