মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৩৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ দ্বারা দাঁত বাঁধানো।
১৩৬। আমার কাছে শায়বান বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার কাছে আবু আশহাব (র) হাম্মাদ ইবন আবি সুলায়মান কূফী (র) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি মুগীরা ইবন আবদিল্লাহ (র)-কে দেখেছি, তিনি স্বীয় দাঁত স্বর্ণ দ্বারা বাঁধিয়েছেন। তারপর এটা ইবরাহীম (র)-কে বলা হলে তিনি বললেন, এটা দূষনীয় নয়।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
ওয়াকিদ ইবন আবদিল্লাহ তায়মী (র) সূত্রে জনৈক ব্যক্তি থেকে বর্ণিত, যিনি উসমান ইবন আফফান (রা)-কে দেখেছেন যে, তিনি স্বীয় দাঁত স্বর্ণ দ্বারা বাঁধিয়েছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি।)
كتاب اللباس والزنية
باب ما جاء في شد الأسنان بالذهب
136- حدثنا شيبان ثنا أبو الأشهب عن حماد بن أبي سليمان الكوفي قال رأيت المغيرة بن عبد الله وقد شد أسنانه بالذهب فذكر ذلك لإبراهيم فقال لا بأس به عن واقد بن عبد الله التميمي عمن رآى عثمان بن عفان (رضي الله عنه) ضبب أسنانه بذهب
tahqiqতাহকীক:তাহকীক চলমান