মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১২২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১২২। ইয়াহয়া ইবন জাবির (র) সূত্রে যামরা ইবন সা'লাবা (রা) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) -এর নিকট আসলেন। সে সময় তাঁর গায়ে এক জোড়া ইয়ামানী কাপড় ছিল। তিনি বললেন, হে যামরা। তুমি কি মনে কর যে, এই কাপড় দু'টি তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? তখন যামারা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমি (দাঁড়ানো থেকে) বসব না; যাবত না আমি আমার জামাগুলো খুলে ফেলি। নবী বললেন, হে আল্লাহ! আপনি যামরাকে ক্ষমা করুন। তারপর তিনি দ্রুত চলে গিয়ে জামাগুলো খুলে নিলেন।
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
122- عن يحيى بن جابرعن ضمرة بن ثعلبة رضي الله عنه أنه أتى النبي صلى الله عليه وسلم وعليه حلتان من حلل اليمن فقال يا ضمرة أترى ثوبيك هذين مدخليك الجنة؟ فقال لئن استغفرت لي يا رسول الله لا أقعد حتى أنزعها عني، فقال النبي صلى الله عليه وسلم اللهم أغفر لضمرة بن ثعلبة فانطلق سريعا حتى نزعهما عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান