মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১২৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১২৩। আমার কাছে বর্ণনা করেছেন, আলী ইবন আসিম (র)। তিনি বলেন, আমার কাছে বর্ণনা করেছেন সুলায়মান তায়মী (র)। তিনি বলেন, আমার কাছে হাসান (র) আবু উসমান নাহদী (র) থেকে রেশমী কাপড় সম্বন্ধে উমর (র) থেকে হাদীস বর্ণনা করেছেন। হাসান (র) বলেছেন, আমাকে আমার গোত্রের জনৈক ব্যক্তি জানিয়েছেন যে, তিনি রাসুলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত হলেন। সে সময় তাঁর গায়ে রেশমের নকশী করা একটি জুব্বা ছিল। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এগুলো আগুনের নকশা।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন এবং এর সনদে বর্ণনাকারী 'আলী ইবন 'আসিম ইবন সুহায়ব' সম্বন্ধে তিনি বলেছেন, তিনি অধিকাংশ ভুল করেন।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন এবং এর সনদে বর্ণনাকারী 'আলী ইবন 'আসিম ইবন সুহায়ব' সম্বন্ধে তিনি বলেছেন, তিনি অধিকাংশ ভুল করেন।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
123- حدثنا على بن عاصم أنا سليمان التيمي قال حدثني الحسن بحديث أبي عثمان النهدي عن عمر في الديباج فقال الحسن اخبرني رجل من الحي أنه دخل على رسول الله صلى الله عليه وسلم وعليه جبة لبنتها ديباج قال فقال رسول الله صلى الله عليه وسلم لبنة من نار