মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১২১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১২১। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উমর (রা)-এর নিকট রেশমের একটি জুব্বা পাঠালেন। বর্ণনাকারী বলেন, এরপর উমর (রা) নবী (ﷺ) -এর সঙ্গে মিলিত হয়ে বললেন, আপনি আমার নিকট একটি রেশমের জুব্বা পাঠিয়েছেন, অথচ আপনি এ সম্বন্ধে কত কিছু না বলেছেন? তিনি বললেন, আমি এটা এ জন্য পাঠাই নি যে, তুমি তা পরিধান করবে। আমি কেবল এজন্য পাঠিয়েছি যে, তুমি তা বিক্রয় করবে অথবা বললেন, এর দ্বারা উপকৃত হবে।
(মুসলিম, তায়ালিসী ও অন্যান্য)
(মুসলিম, তায়ালিসী ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
121- عن أنس بن مالك قال بعث رسول الله صلى الله عليه وسلم إلى عمر بجبة سندس قال فلقى عمر رسول الله صلى الله عليه وسلم فقال بعثت إلى بجبة سندس وقد قلت فيها ما قلت؟ قال أني لم أبعث بها إليك لتلبسها، إنما بعثت بها إليك لتبيعها أو تستنفع بها