মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১২০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১২০। আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত হল। তার গায়ে সবুজ রংয়ের ডোরাকাটা জুব্বা ছিল। সে বলল, তোমাদের এই সঙ্গী রাখালের ছেলে রাখালকে উচ্চাসনে বসাতে চান আর ঘোড়াসওয়ারের ছেলে ঘোড়সওয়ারকে নীচে নামাতে চান। তখন নবীর রাগান্বিত হয়ে উঠে দাঁড়ান এবং তার জুব্বার কলার ধরে তাকে টান দিয়ে বললেন, আমি তো তোমার গায়ে বিবেকহীন লোকের পোশাক দেখতে পাচ্ছি। তারপর রাসূলুল্লাহ (ﷺ) ফিরে গিয়ে বললেন, নূহ (আ) মৃত্যুকালে তার দুই ছেলেকে ডেকে বললেন, আমি তোমাদের উভয়কে উপদেশ দিতে অক্ষমতা প্রকাশ করছি।
(বায়হাকী, বাযযার, হাকিম)
(হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
120- عن عبد الله بن عمرو قال أتى النبي صلى الله عليه وسلم أعرابي عليه جبة من طيالسة مكفوفة بديباج أو مزرورة بدبياج فقال أن صاحبكم هذا يريد أن يرفع كل راع بن راع، ويضع كل فارس بن فارس فقام النبي صلى الله عليه وسلم مغضبا فأخذ بمجامع جبته فاجتذبه وقال لأرى عليك ثياب من لا يعقل ثم رجع رسول الله صلى الله عليه وسلم فقال أن نوحا عليه السلام لما حضرته الوفاة دعا ابنيه فقال أني قاصر عليكما الوصية (الحديث)