মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১১৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১১৯। আবূ ইউনূস হাতিম ইব্ন মুসলিম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কুরাঈশ গোত্রের ব্যক্তিকে বলতে শুনেছি, আমি এক মহিলাকে দেখেছি, সে মীনায় আবদুল্লাহ ইবন উমর (রা)-এর নিকট উপস্থিত হল। তার গায়ে রেশমের একটি পোশাক ছিল। সে বলল, আপনি রেশমের পোশাক ব্যবহার করা সম্বন্ধে কি বলেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এটা হতে নিষেধ করেছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে একজন বর্ণনাকারী নাম উল্লেখ করা হয় নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে একজন বর্ণনাকারী নাম উল্লেখ করা হয় নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
119- عن أبي يونس حاتم بن مسلم سمعت رجلا من قريش يقول رأيت امرأة جاءت إلى ابن عمر بمنى عليها درع حرير، فقالت ما تقول في الحرير؟ فقال نهى رسول الله صلى الله عليه وسلم عنه