মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১১৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১১৬। জুওয়ায়রিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রেশমের পোশাক পরবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে আগুনের পোশাক পরাবেন। (অন্য শব্দেঃ) আল্লাহ তাকে লাঞ্চনাকর পোশাক এবং আগুনের পোশাক পরাবেন।
(হাদীসটি হায়াছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী জাবির জু'ফী দুর্বল। তবে অনেকে তাকে নির্ভরযোগ্য বলেছেন।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
116- عن جويرية قالت قال رسول الله صلى الله عليه وسلم من لبس حريرا البسه الله ثوبا من النار يوم القيامة (وفي لفظ) البسه الله ثوب مذلة أو ثوبا من نار