মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১১৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১১৭। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) রেশমী পোশাক ব্যবহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের পূর্বে দুমার রাজা (উকায়দির) তাঁকে মিহি রেশমের অথবা মোটা রেশমের (বর্ণনাকারী/সাঈদ সন্দেহ করেছেন।) একটি জুব্বা হাদিয়া দিলে তিনি তা পরলেন। লোকেরা এতে বিস্মিত হল। তখন তিনি বললেন, যে সত্ত্বার হাতে মুহাম্মাদের আত্মা তার শপথ! নিশ্চয় জান্নাতে সা'দ ইবন মু'আযের রুমালগুলোর এরচেয়ে উৎকৃষ্ট।
(মুসলিম, তায়ালিসী ও অন্যান্য)
(মুসলিম, তায়ালিসী ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
117- عن أنس بن مالك أن أكيدر دومة أهدى إلى رسول الله صلى الله عليه وسلم جبة سندس أو ديباج (شك فيه سعيد) قبل أن ينهي عن الحرير فلبسها فتعجب الناس منها، فقال والذي نفس محمد بيده لمناديل سعد بن معاذ في الجنة أحسن منها