মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১১৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১১৫। তাঁরই সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি অলংকার ও রেশমপ্রিয় লোকদেরকে স্বর্ণ ও রেশম ব্যবহার করতে নিষেধ করতেন এবং বলতেন, যদি তোমরা জান্নাতের অলংকার ও সেখানের রেশমী কাপড় পছন্দ কর, তবে ইহকালে তোমরা এগুলো পরিধান করো না।
(নাসাঈ, হাকিম)
(হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন। আর হাফিয (র) এটাকে হাসান বলেছেন। ইহার সূত্রে বর্ণনাকারী 'রিশদ ইবন সা'দ বিতর্কিত।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
115- وعنه أيضا عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يمنع أهل الحلية والحريرويقول أن كنتم تحبون حلية الجنة وحريرها فلا تلبسوها في الدنيا
tahqiqতাহকীক:তাহকীক চলমান