মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১১৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১১৪। উকবা ইবন 'আমির জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। সে সময় তাঁর গায়ে রেশমের কাবা (আলখেল্লা) ছিল। সালাত সমাপ্ত করার পর তিনি এটাকে অতি দ্রুত খুলে ফেললেন এবং বললেন, মুত্তাকীদের জন্য এটা পরা উচিত নয়।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
114- عن عقبة بن عامر الجهني قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم المغرب وعليه فروج من حرير وهو القباء فلما قضى صلاته نزعه نزعا عنيفا وقال أن هذا لا ينبغي للمتقين
tahqiqতাহকীক:তাহকীক চলমান