মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১১৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১১৩। হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক পাদ্রী রাসূলুল্লাহ (ﷺ) -কে মিহি রেশমের তৈরী একটি জুব্বা হাদিয়া দিলে রাসূলুল্লাহ (ﷺ) তা পরলেন। তারপর ঘরে এসে তা রেখে দিলেন। তারপর তিনি সংবাদ পেলেন যে, এক প্রতিনিধি দল এসেছে। তখন উমর (রা) প্রতিনিধি দলের আগমনের কারণে তাঁকে এই জুব্বা পরিধান করার জন্য বললেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ইহকালে আমাদের জন্য এই পোশাক পরা সমীচীন নয়, পরকালে এটা আমাদের জন্য উপযুক্ত হবে। তবে হে উমর। তুমি এটা নিয়ে যাও। উমর (রা) বললেন, আপনি এটা অপছন্দ করেছেন, আর আমি এটা নিব? তখন তিনি বললেন, আমি তোমাকে এটা পরিধান করার জন্য নির্দেশ দিচ্ছি না: তুমি এটা পারস্য এলাকায় পাঠিয়ে দিবে, তা হলে তুমি এর বিনিময়ে মাল পাবে। তারপর রাসূলুল্লাহ (ﷺ) সেটা নাজ্জাশীর নিকট পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) -এর যে সব সাহাবা (মক্কা হতে) লুকিয়ে নাজ্জাসীর নিকট গিয়েছিলেন, তিনি তাদের সঙ্গে উত্তম আচরণ করেছিলেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী ইবন লাহী'আ রয়েছে। তার মধ্যে সামান্য দূর্বলতা আছে। তবে হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
113- عن جابر أن راهبا أهدي لرسول الله صلى الله عليه وسلم جبة سندس فلبسها رسول الله صلى الله عليه وسلم ثم أتى البيت فوضعها واحس بوفد أتوه فامره عمر أن يلبس الجبة لقدوم الوفد، فقال رسول الله صلى الله عليه وسلم لا يصلح لباسها لنا في الدنيا، ويصلح لنا في الآخرة، ولكن خذها يا عمر، فقال تكرهها وآخذها؟ فقال أني لا آمرك أن تلبسها ولكن أرسلها إلى أرض فارس فتصيب بها مالا فارسل بها رسول الله صلى الله عليه وسلم إلى النجاشي وكان قد أحسن إلى من فر إليه من أصحاب رسول الله صلى الله عليه وسلم