মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১০৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১০৬। আমার কাছে বর্ণনা করেছেন, মুহাম্মাদ ইবন জা'ফর (র), তিনি বলেন, আমার কাছে 'আওফ (র) মায়মুন ইবন আসতায হিযযানী (র) থেকে, তিনি আবদুল্লাহ ইবন 'আমর ইবন আস (রা) থেকে এবং তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি স্বর্ণ পরিধান করে এবং এটা পরিহিত অবস্থায় সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জান্নাতের স্বর্ণ হতে বঞ্চিত রাখবেন। আর আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি রেশমের বস্ত্র পরিধান করে এবং এটা পরিহিত অবস্থায় সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জান্নাতের রেশমী পোশাক হতে বঞ্চিত রাখবেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। হাদীসটির সনদে বর্ণনাকারী মায়মূন ইবন আসতায এবং আবদুল্লাহ এবং আবদুল্লাহ ইবন 'আমর আসী অজ্ঞাত। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
106- حدّثنا محمد ابن جعفر حدثنا عوف عن ميمون بن أستاذ الهزَّاني عن عبد الله بن عمرو الهزَّاني عن عبد الله بن عمرو بن العاص عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من لبس الذهب من أمتي فمات وهو يلبسه حرام الله عليه ذهب الجنة، ومن لبس الحرير من أمتي فمات وهو يلبسه حرم الله عليه حرير الجنة