মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১০৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১০৭। আবূ উমামা (রা) থেকে বর্ণিত যে, তিনি শুনেছেন, অন্য শব্দে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের ওপর ঈমান রাখে, সে যেন রেশমী পোশাক এবং স্বর্ণ পরিধান না করে।
(বর্ণনাকারী আবু আবদির রহমান (র) বলেন, এবং আমি এটা হারুন ইবন মা'রূফ (র) থেকে শুনেছি।)
(হাকিম)
(তিনি হাদীসটির অন্য সূত্রকে নির্ভরযোগ্য বলেছেন। যাতে ইবন লাহী'আ নেই। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
107- عن أبي امامة أنه سمع (وفي لفظ) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان يؤمن بالله واليوم الآخر فلا يلبس حريرا ولا ذهباً، قال أبو عبد الرحمن وسمعته أنا من هارون بن معروف
tahqiqতাহকীক:তাহকীক চলমান