মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১০৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
স্বর্ণ ও রেশম ব্যবহার করা হারাম।
১০৫। আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! দুর্ভিক্ষ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বললেন, আমি তোমাদের জন্য এ ছাড়া অন্য কিছু বেশি ভয়ঙ্কর মনে করি। যখন দুনিয়ার ধন-সম্পদ তোমাদের ওপর ঢেলে দেওয়া হবে, তখন যদি আমার উম্মত স্বর্ণ পরিধান না করত। (অন্য বর্ণনায়: لَا يَلْبَسُونَ এ স্থলে لَا يَتَحَلّونَ রয়েছে।)
(তায়ালিসী)
(হায়ছামী (র) বলেছেন, হাদীসটি সনদে বর্ণনাকারী ইয়াযীদ ইবন আবি দূর্বল। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(তায়ালিসী)
(হায়ছামী (র) বলেছেন, হাদীসটি সনদে বর্ণনাকারী ইয়াযীদ ইবন আবি দূর্বল। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء عاما في تحريم الذهب والحرير
105- عن أبي ذر قال قام أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أكلتنا الضبع يعني السنة، قال غير ذلك أخوف لي عليكم، الدنيا إذا صبت عليكم صبا فياليت أمتى لا يلبسون (وفي رواية لا يتحلون) الذهب
বর্ণনাকারী: