মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং:
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ইযার, কামিস এবং এ সংক্রান্ত আদাব
৭। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবুল কাসিম (ﷺ) বলেছেন, মু'মিনের ইযার পায়ের গোছার অর্ধাংশ হতে নিম্নাংশ পর্যন্ত এবং টাখনুর পূর্ব পর্যন্ত হওয়া উচিত। এর নীচে যে অংশ থাকবে তা জাহান্নামে যাবে।
(নাসাঈ)
كتاب اللباس والزنية
باب ما جاء في الإزار والقميص وآداب تتعلق بذلك
7- عن أبي هريرة قال قال أبو القاسم صلى الله عليه وسلم إزرة المؤمن من أنصاف الساقين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭ | মুসলিম বাংলা