মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং:
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ইযার, কামিস এবং এ সংক্রান্ত আদাব
৮। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইযার সম্বন্ধে যা বলেছেন, তা জামার ক্ষেত্রেও প্রযোজ্য।
(আবূ দাউদ) তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب اللباس والزنية
باب ما جاء في الإزار والقميص وآداب تتعلق بذلك
8- عن ابن عمر قال ما قال رسول الله صلى الله عليه وسلم في الإزار فهو في القميص
tahqiqতাহকীক:তাহকীক চলমান