মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছন্নতা, উত্তম পোশাক দ্বারা আল্লাহর নিয়ামত প্রকাশ করা এবং যে সব পোশাক পরা মুস্তাহাব।
৬। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) উমর (রা)-এর গায়ে সাদা বর্ণের কাপড় দেখে বললেন, তোমার কাপড়টি কি নতুন, নাকি ধৌত করা? তিনি বললেন, (বর্ণনাকারী বলেন,) আমি জানি না তিনি কি জবাব দিয়েছিলেন। তারপর নবী (ﷺ) বললেন, তুমি নতুন বস্ত্র পরিধান কর, প্রশংসনীয় জীবন যাপন কর এবং শাহাদাত লাভ করে মৃত্যুবরণ কর। (বর্ণনাকারী বলেন,) আমার মনে হয় তিনি এ কথাও বলেছেন যে, আল্লাহ তোমাকে ইহকাল ও পরকালে শান্তি দান করুন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء في النظافة وإظهار نعمة الله باللباس الحسن وما يستحب لبسه
6- عن ابن عمر قال رأى النبي صلى الله عليه وسلم على عمر ثوبا أبيض فقال أجديد ثوبك أم غسيل فقال فلا أدري ما رد عليه، فقال النبي صلى الله عليه وسلم البس جديدا وعش حميداً ومت شهيداً، أظنه قال ويرزقك الله قرة عين في الدنيا والآخرة