মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ২৩
বাদ্যযন্ত্র, গায়িকা নারী এবং মদপান।
২৩। আমাকে সাইয়ার ইবন হাতিম (র) হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে জা'ফর (র) বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা আমি ফারকাদ ইবন ইয়া'কুব (র)-এর নিকট আসলাম। সে সময় তাকে আমি নিঃসঙ্গ পেয়ে বললাম, হে উম্মু ফারকাদের সন্তান। আমি অবশ্যই আপনাকে এই হাদীস সম্বন্ধে জিজ্ঞাসা করবো। এরপর আমি বললাম, মাটিতে ধসিয়ে দেওয়া এবং শিলা বর্ষণের ব্যাপারে আপনার বক্তব্য সম্বন্ধে আমাকে অবহিত করুন; এটা কি আপনি নিজের পক্ষ হতে বলেছেন, নাকি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন? তিনি বললেন, এটা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছি। আমি বললাম, এটা আপনাকে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, আমাকে আসিম ইবন আমর বাজালী (র) আবু উমামা (রা) থেকে, তিনি নবীর থেকে বর্ণনা করেছেন। এবং আমাকে কাতাদা (র) সা'ঈদ ইবন মুসাইয়িব (র) সূত্রে বর্ণনা করেছেন। এবং আমাকে ইবরাহীম নাখ'ঈ (র) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতের একদল পানাহার এবং আমোদ-প্রমোদ করে রাত যাপন করবে। এরপর তারা বানর ও শুকরে পরিণত হয়ে প্রভাত করবে। এরপর তাদের কোন এক এলাকায় ঝঞ্চাবায়ু প্রেরণ করা হবে। তা তাদরেকে ধ্বংস করে দিবে; যেরূপ তাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করা হয়েছে। তাদের ওপর এই আযাব এ জন্য আসবে যে, তারা মদ হালাল মনে করত, বাদ্যযন্ত্র বাজাত এবং গায়িকা নারীদেরকে ব্যবহার করত।
(হাদীসটির সূত্রে বর্ণনাকারী 'ফারকাদ' আহমাদ (র)-এর মতে নির্ভরযোগ্য নন। কিন্তু ইবন মা'ঈন (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন। তিরমিযী (র) বলেছেন, ইয়াহয়া ইবন সা'ঈদ (র) তার সমালোচনা করেছেন। তবে অনেকে তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন।)
(হাদীসটির সূত্রে বর্ণনাকারী 'ফারকাদ' আহমাদ (র)-এর মতে নির্ভরযোগ্য নন। কিন্তু ইবন মা'ঈন (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন। তিরমিযী (র) বলেছেন, ইয়াহয়া ইবন সা'ঈদ (র) তার সমালোচনা করেছেন। তবে অনেকে তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন।)
باب ما جاء في آلة اللهو والقينات وشرب الخمر
23- حدثنا سيار بن حاتم ثنا جعفر قال أتيت فرقداً يوماً فوجدته خاليا فقلت يا ابن أم فرقد لأسألنك اليوم عن هذا الحديث، فقلت أخبرني عن قولك في الخسف والقذف أشيء تقوله أنت أو تأثره عن رسول الله صلى الله عليه وسلم؟ قال لا بل آثره عن رسول الله صلى الله عليه وسلم قلت ومن حدثك؟ قال حدثني عاصم بن عمرو البجلي عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم وحدثني قتادة عن سعيد بن المسيب، وحدثني به إبراهيم النخعي أن رسول الله صلى الله عليه وسلم قال تبيت طائفة من أمتي على أكل وشرب ولهو ولعب ثم يصبحون قردة وخنازير فيبعث على أحياء من أحيائهم ريح فتنسفهم كما نسفت من كان قبلهم باستحلالهم الخمور وضربهم بالدفوف واتخاذهم القينات
