মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিনোদন ও খেলাধুলা অধ্যায়

হাদীস নং: ২৪
বাদ্যযন্ত্র, গায়িকা নারী এবং মদপান।
২৪। উবাদা ইবন সামিত (রা), আবদুর রহমান ইবন গান্‌ম (রা) ও ইবন আব্বাস (রা) সূত্রে (ﷺ) রাসূলুল্লাহর থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে সত্ত্বার হাতে আমার প্রাণ তাঁর শপথ! নিশ্চয় আমার উম্মতের একদল লোক অহংকার দাম্ভিকতা এবং আমোদ-প্রমোদ করে রাত যাপন করবে। পরে তারা শুকর ও বানরে পরিণত হয়ে প্রভাত করবে। এটা এ জন্য হবে যে, তারা হারামবস্তুসমূহ এবং গায়িকাদেরকে হালাল মনে করত, মদ পান করত, সুদ খেত এবং রেশমের বস্ত্র পরিধান করত।
(হাদীসটিকে মুনযিরী (র) দূর্বল বলেছেন)
باب ما جاء في آلة اللهو والقينات وشرب الخمر
24- عن عبادة بن الصامت وعبد الرحمن بن غنم وأبي أمامة وابن عباس رضي الله عنهم عن رسول الله صلى الله عليه وعلى آله وسلم قال والذي نفسي بيده ليبيتن ناس من أمتي على أشر وبطر ولعب ولهو فيصبحوا قردة وخنازير باستحلالهم المحارم والقينات وشربهم الخمر وأكلهم الربا ولبسهم الحرير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৪ | মুসলিম বাংলা