মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিনোদন ও খেলাধুলা অধ্যায়

হাদীস নং: ২১
বাদ্যযন্ত্র, গায়িকা নারী এবং মদপান।
২১। সায়িব ইবন ইয়াযীদ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট আসলে তিনি বললেন, হে আয়েশা। তুমি এই মহিলাকে চিন? তিনি বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ! না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে অমুক গোত্রের গায়িকা। তুমি কি এটা পছন্দ কর যে, সে তোমার সামনে আবৃত্তি করুক। তিনি বললেন, হ্যাঁ, বর্ণনাকারী বলেন, এরপর তিনি তাকে একটি (বাজানোর জন্য) পাত্র দিলেন। তখন সে আবৃত্তি করল। এরপর নবী (ﷺ) বললেন, নিশ্চয় শয়তান তার নাসারন্দ্রে ফুঁক দিয়েছে। (অর্থাৎ শয়তান গান বাদ্যকে তার নিকট শোভনীয় করেছে। এ জন্য সে আবেগ-উত্তাপের সঙ্গে কোন প্রকার ক্লান্তি কিংবা বিরক্তি ব্যতীত লাগাতার গেয়ে যাচ্ছে।)
(তাবারানী।)
(এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
باب ما جاء في آلة اللهو والقينات وشرب الخمر
21- عن السائب ابن يزيد أن امرأة جاءت إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا عائشة أتعرفين هذه؟ قالت لا يا نبي الله، قال هذه قينة بني فلان تحببن أن تغنيك؟ قالت نعم قال فأعطاها طبقا فغنتها فقال النبي صلى الله عليه وسلم قد نفخ الشيطان في منخريها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১ | মুসলিম বাংলা