মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ২০
বাদ্যযন্ত্র, গায়িকা নারী এবং মদপান।
২০। ইবন উমর (রা)-এর আযাদকৃত দাস নাফি' (র) থেকে বর্ণিত যে, একদা ইবন উমর (রা) এক রাখালের বাঁশির শব্দ শুনলে নিজের দুই কানে আঙ্গুল চেপে ধরেন এবং (চলন্ত) পথ হতে স্বীয় বাহন ফিরিয়ে নেন। (অন্য রাস্তায় চলার সময়) তিনি বলছিলেন, হে নাফি। তুমি কি (এখনো) কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি স্বীয় অবস্থায় বহাল থাকতেন (অর্থাৎ কানে আঙ্গুল চেপে রাখতেন।) অবশেষে যখন 'না' বললাম, তখন তিনি স্বীয় হাত নীচে নামালেন এবং সে পথে বাহন ফিরিয়ে নিলেন এবং তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে দেখেছি যে, তিনি এক রাখালের বাঁশির শব্দ শুনে এরূপ করেছেন।
(আবু দাউদ, ইবন মাজাহ)
আবূ দাউদ, ইবন মাজাহ। আবু আলী লু'লুঈ (র) বলেছেন, আমি আবু দাউদ (র)-কে বলতে শুনেছি যে, হাদীসটি মুনকার (অগ্রহণযোগ্য)।)
(আবু দাউদ, ইবন মাজাহ)
আবূ দাউদ, ইবন মাজাহ। আবু আলী লু'লুঈ (র) বলেছেন, আমি আবু দাউদ (র)-কে বলতে শুনেছি যে, হাদীসটি মুনকার (অগ্রহণযোগ্য)।)
باب ما جاء في آلة اللهو والقينات وشرب الخمر
20- عن نافع مولى بن عمر أن ابن عمر رضي الله عنهما سمع صوت زمارة راع فوضع إصبعيه في أذنيه وعدل راحلته عن الطريق وهو يقول يا نافع أتسمع؟ فأقول نعم فيمضي حتى قلت لا، فوضع يديه وأعاد راحلته إلى الطريق وقال رأيت رسول الله صلى الله عليه وسلم وسمع صوت زمارة راع فصنع مثل هذا


বর্ণনাকারী: