মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ১৯
জুয়া, পাশা এবং এ জাতীয় খেলা হারাম।
১৯। আবদুর রহমান খাতমী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি পাশা খেলে, তারপর উঠে সালাত আদায় করে তার উদাহরণ এমন ব্যক্তির ন্যায় যে পুঁজ ও শুকরের রক্ত দ্বারা ওযু করে, এরপর উঠে সালাত আদায় করে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। এর সূত্রে বর্ণনাকারী আবদুর রহমান খিতমী অজ্ঞাত। এ ছাড়া আহমাদের অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। এর সূত্রে বর্ণনাকারী আবদুর রহমান খিতমী অজ্ঞাত। এ ছাড়া আহমাদের অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
باب تحريم القمار واللعب بالنرد وما في معنى ذلك
19- عن عبد الرحمن الخطمي قال سمعت أبي يقول سمعت رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يقول مثل الذي يلعب بالنرد ثم يقوم فيصلي مثل الذي يتوضأ بالقيح ودم الخنزير ثم يقوم فيصلي باب ما جاء في آلة اللهو والقينات وشرب الخمر
