মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ১৮
জুয়া, পাশা এবং এ জাতীয় খেলা হারাম।
১৮। সুলায়মান ইবন বুরায়দা (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পাশা খেলল, সে যেন স্বীয় হাত শুকরের গোশত ও তার রক্তে প্রবেশ করাল।
(মুসলিম, আবু দাউদ)
(মুসলিম, আবু দাউদ)
باب تحريم القمار واللعب بالنرد وما في معنى ذلك
18- عن سليمان بن بريدة عن أبيه رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم من لعب بالنرد شير فكأنما غمس يده في لحم خنزير ودمه


বর্ণনাকারী: