মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিনোদন ও খেলাধুলা অধ্যায়

হাদীস নং: ১৭
জুয়া, পাশা এবং এ জাতীয় খেলা হারাম।
১৭। আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা এই দুই নিদর্শনযুক্ত পাথর হতে দূরে থাক, যেগুলোকে সজোড়ে তাড়া করা হয় কেননা, এটা অনারবীদের জুয়া।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। তবারানী (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
باب تحريم القمار واللعب بالنرد وما في معنى ذلك
17- عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم وهاتان الكعبتان الموسومتان اللتان تزجران زجرا فإنهما ميسر العجم