মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ১৬
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
জুয়া, পাশা এবং এ জাতীয় খেলা হারাম।
১৬। আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পাশা খেলে, সে নিশ্চয় আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে।
(মালিক, আবু দাউদ, ইবন মাজাহ, হাকিম। আবু দাউদ (র) এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি। হাকিম (র) এটাকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি পাশার পাথর উল্টিয়ে এর ফলাফলের অপেক্ষা করে, সে নিশ্চয় আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(মালিক, আবু দাউদ, ইবন মাজাহ, হাকিম। আবু দাউদ (র) এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি। হাকিম (র) এটাকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি পাশার পাথর উল্টিয়ে এর ফলাফলের অপেক্ষা করে, সে নিশ্চয় আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللهو واللعب
باب تحريم القمار واللعب بالنرد وما في معنى ذلك
16- عن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم من لعب النرد (وفي رواية بالكعاب) فقد عصى الله ورسوله
وعنه من طريق ثان أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا يقلب كعبانها أحد ينتظر ما تأتي به إلا عصى الله ورسوله
وعنه من طريق ثان أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا يقلب كعبانها أحد ينتظر ما تأتي به إلا عصى الله ورسوله
বর্ণনাকারী: