মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিনোদন ও খেলাধুলা অধ্যায়

হাদীস নং: ১৫
জুয়া, পাশা এবং এ জাতীয় খেলা হারাম।
১৫। আবু হুরায়রা (র) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি শপথ করে এবং সে বলে, 'লা'তের শপথ' তবে সে যেন (সঙ্গে সঙ্গে) لَا إِلَهَ إِلَّا اللهُ উচ্চারণ করে। আর যে বাক্তি তার সাথীকে বলে, এসো তোমার সঙ্গে জুয়া খেলি, তবে সে যেন সঙ্গে সঙ্গে কিছু সাদাকা করে।
(হাদীসটি 'কসম ও মানত' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
باب تحريم القمار واللعب بالنرد وما في معنى ذلك
15- عن أبي هريرة عن النبي صلى الله عليه الصلاة والسلام قال من حلف فقال في حلفه واللات فليقل لا إله إلا الله، ومن قال لصحابه تعال أقامرك فليتصدق بشيء
tahqiqতাহকীক:তাহকীক চলমান