মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ১৪
যেসব খেলাধুলা ও বিনোদন অনুমোদিত নয়। প্রাণী নিয়ে খেলা করা নিষিদ্ধ।
১৪। আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পশু বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী আবু আইয়ূব (রা) বলেছেন, আমার কোন মুরগী থাকলে সেটাকে বেঁধে হত্যা করতাম না।
(হাদীসটি 'পশু আটকে রেখে হত্যা করা' অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'পশু আটকে রেখে হত্যা করা' অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
أبواب ما لا يجوز من اللهو واللعب باب النهي عن اللعب بالحيوان
14- عن أبي أيوب الأنصاري قال نهى رسول الله صلى الله عليه وسلم عن صبر الدابة قال أبو أيوب لو كانت لي دجاجة ما صبرتها
