মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিনোদন ও খেলাধুলা অধ্যায়

হাদীস নং: ১৩
যেসব খেলাধুলা ও বিনোদন অনুমোদিত নয়। প্রাণী নিয়ে খেলা করা নিষিদ্ধ।
১৩। হিশাম ইবন যায়দ ইবন আনাস ইবন মালিক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আমার দাদা আনাস ইবন মালিক (রা)-এর সঙ্গে হাকাম ইবন আইয়ূব (রা)-এর ঘরে প্রবেশ করলাম। সে সময় দেখলাম যে, কিছুলোক একটি মুরগী বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিল। তখন আনাস (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) পশু বেঁধে তার প্রতি তীর ইত্যাদি নিক্ষেপ করতে নিষেধ করেছেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আমার দাদার সঙ্গে প্রশাসন ভবনে গেলাম। সেখানে দেখলাম যে, একটি মুরগী বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করা হচ্ছে। যখনই কোন তীর বিদ্ধ হত, তখন সে চিৎকার করে উঠত। তারপর তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) পশু বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করতে নিষেধ করেছেন।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ)
أبواب ما لا يجوز من اللهو واللعب باب النهي عن اللعب بالحيوان
13- عن هشام بن زيد بن أنس بن مالك قال دخلت مع جدي أنس بن مالك رضي الله عنه دار الحكم بن أيوب فإذا قوم قد نصبوا دجاجة يرمونها، فقال أنس نهى رسول الله صلى الله عليه وسلم أن تصبر البهائم
وعنه من طريق ثان قال دخلت مع جدي دار الإمارة فإذا دجاجة مصبورة ترمى، فكلما أصابها سهم صاحت، فقال نهى رسول الله صلى الله عليه وسلم أن تصبر البهائم
tahqiqতাহকীক:তাহকীক চলমান