মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ১২
যেসব খেলাধুলা ও বিনোদন অনুমোদিত নয়। প্রাণী নিয়ে খেলা করা নিষিদ্ধ।
১২। সা'ঈদ ইবন জুবায়ের (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইবন উমর (রা) ও ইবন আব্বাস (রা)-এর সঙ্গে মদীনার এক রাস্তায় চলছিলাম। সে সময় দেখলাম, কতিপয় যুবক একটি মুরগী বেঁধে তাকে তীর নিক্ষেপ করছিল এই শর্তে যে, প্রত্যেক লক্ষ্যভ্রষ্ট তীর তাদের (মুরগীর মালিকের) হবে। বর্ণনাকারী বলেন, তখন তিনি রাগান্বিত হয়ে বললেন, এ কাজ কে করেছে? বর্ণনাকারী বলেন, তখন লোকেরা সেখান থেকে সরে পড়ল। অতঃপর ইবন উমর (রা) বললেন, যে ব্যক্তি প্রাণীকে বেঁধে তীর নিক্ষেপের লক্ষ্যস্থল বানায় রাসূলুল্লাহ (ﷺ) তার প্রতি লা'নত করেছেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইবন উমর (রা)-এর সঙ্গে তাঁর বাড়ী হতে বের হলাম। আমরা কুরাঈশের এমন কিছু যুবকের নিকট দিয়ে গমন করলাম যারা একটি পাখী বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিল। তারা পাখীর মালিকের জন্য তাদের প্রত্যেক লক্ষ্যভ্রষ্ট তীর নির্ধারণ করেছিল। বর্ণনাকারী বলেন, তারা ইবন উমর (রা) দেখে বিচ্ছিন্ন হয়ে পড়ল। ইবন উমর (রা) বললেন, এটা কে করেছে? যে ব্যক্তি এরূপ করে আল্লাহ তার প্রতি লা'নত করেছেন। নিশ্চয় রাসূলুল্লাহ (ﷺ) এমন ব্যক্তিকে লা'নত করেছেন যে প্রাণবিশিষ্ট কোন বস্তুকে তীর ইত্যাদি নিক্ষেপ করার লক্ষ্যবস্তু বানায়।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইবন উমর (রা)-এর সঙ্গে তাঁর বাড়ী হতে বের হলাম। আমরা কুরাঈশের এমন কিছু যুবকের নিকট দিয়ে গমন করলাম যারা একটি পাখী বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিল। তারা পাখীর মালিকের জন্য তাদের প্রত্যেক লক্ষ্যভ্রষ্ট তীর নির্ধারণ করেছিল। বর্ণনাকারী বলেন, তারা ইবন উমর (রা) দেখে বিচ্ছিন্ন হয়ে পড়ল। ইবন উমর (রা) বললেন, এটা কে করেছে? যে ব্যক্তি এরূপ করে আল্লাহ তার প্রতি লা'নত করেছেন। নিশ্চয় রাসূলুল্লাহ (ﷺ) এমন ব্যক্তিকে লা'নত করেছেন যে প্রাণবিশিষ্ট কোন বস্তুকে তীর ইত্যাদি নিক্ষেপ করার লক্ষ্যবস্তু বানায়।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
أبواب ما لا يجوز من اللهو واللعب باب النهي عن اللعب بالحيوان
12- عن سعيد بن جبير قال مررت مع ابن عمر وابن عباس رضي الله عنهم في طريق من طرق المدينة فإذا فتية قد نصبوا دجاجة برمونها، لهم كل خاطئة قال فغضب وقال من فعل هذا؟ قال فتفرقوا، فقال ابن عمر رضي الله عنهما لعن رسول الله صلى الله عليه وسلم من يمثل بالحيوان
وعنه من طريق ثان قال خرجت مع ابن عمر رضي الله عنهما من منزله فمررنا بفتيان من قريش نصبوا طيرا يرمونه وقد جعلوا لصاحب الطير كل خاطئة من قِبَلهم، قال فلما رأوا ابن عمر تفرقوا، فقال ابن عمر من فعل هذا؟ لعن الله من فعل هذا، إن رسول الله صلى الله عليه وسلم لعن من اتخذ شيئا فيه الروح غرضا
وعنه من طريق ثان قال خرجت مع ابن عمر رضي الله عنهما من منزله فمررنا بفتيان من قريش نصبوا طيرا يرمونه وقد جعلوا لصاحب الطير كل خاطئة من قِبَلهم، قال فلما رأوا ابن عمر تفرقوا، فقال ابن عمر من فعل هذا؟ لعن الله من فعل هذا، إن رسول الله صلى الله عليه وسلم لعن من اتخذ شيئا فيه الروح غرضا


বর্ণনাকারী: