মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ১১
যেসব খেলাধুলা ও বিনোদন অনুমোদিত নয়। প্রাণী নিয়ে খেলা করা নিষিদ্ধ।
১১। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) জনৈক ব্যক্তিকে একটি কবুতরের পিছনে ছুটতে (অর্থাৎ কবুতর নিয়ে খেলা করতে) দেখে বললেন, এক শয়তান অপর শয়তানের পিছনে ছুটছে।
(আবু দাউদ, ইবন মাজাহ)
(হাদীসটির সনদে বর্ণনাকারী মুহাম্মাদ ইবন আলকামা বিতর্কিত। জাওযানী (র) বলেছেন, তিনি নির্ভরযোগ্য নন। তবে নাসাঈ (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন।)
(আবু দাউদ, ইবন মাজাহ)
(হাদীসটির সনদে বর্ণনাকারী মুহাম্মাদ ইবন আলকামা বিতর্কিত। জাওযানী (র) বলেছেন, তিনি নির্ভরযোগ্য নন। তবে নাসাঈ (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন।)
أبواب ما لا يجوز من اللهو واللعب باب النهي عن اللعب بالحيوان
11- عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم رأى رجلا يتبع حمامة فقال شيطان يتبع شيطانة
