মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ১০
যেসব খেলাধুলা ও বিনোদন অনুমোদিত নয়। প্রাণী নিয়ে খেলা করা নিষিদ্ধ।
১০। 'ইকরিমা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা ইবন আব্বাস (রা) এমন কিছু লোকের নিকট দিয়ে গমন করলেন যারা তীর নিক্ষেপ করার জন্য একটি কবুতর বেঁধে রেখেছিলেন। সে সময় তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রাণীকে লক্ষ্যস্থল বানাতে নিষেধ করেছেন।
(মুসলিম, তিরমিযী, নাসাঈ)
(মুসলিম, তিরমিযী, নাসাঈ)
أبواب ما لا يجوز من اللهو واللعب باب النهي عن اللعب بالحيوان
10- عن عكرمة قال مرّ ابن عباس على أناس قد وضعوا حمامة يرمونها فقال نهى رسول الله صلى الله عليه وسلم أن يتخذ ذو الروح غرضا


বর্ণনাকারী: