মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিনোদন ও খেলাধুলা অধ্যায়

হাদীস নং:
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
ঈদের দিন হাবশী লোকদের খেলাধুলা ও তাদের নৃত্য।
৯। আমার কাছে বর্ণনা করেছেন আবু নায্‌র (র)। তিনি বলেন, আমার কাছে ইসরাঈল (র) জাবির (র) থেকে, তিনি আমির (র) থেকে এবং তিনি কায়স ইবন সা'দ ইবন উবাদা (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগের সবকিছু দেখেছি। তবে একটি জিনিস দেখি নি। (সেটা হল.) ইদুল ফিতরের দিন রাসুলুল্লাহ (ﷺ) -এর সামনে (তীর ধনুক, তরবারি ইত্যাদি দ্বারা) খেলা করা হত। বর্ণনাকারী জাবির (র) বলেন, قلس হল খেলা।
(ইবন মাজাহ)
(হাদীসটির বর্ণনাকারী জাবির জু'ফী দুর্বল। তবে সাওরী (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন আর নাসাঈ (র) তার হাদীস পরিত্যাজ্য বলেছেন।)
كتاب اللهو واللعب
ما جاء في لعب الحبشة ورقصهم في يوم العيد
9- حّدثنا أبو النضر ثنا إسرائيل عن جابر عن عامر عن قيس ابن سعد بن عبادة رضي الله عنه قال ما من شيء كان على عهد رسول الله صلى الله عليه وسلم ألا وقد رأيته إلا شيئا واحدا، أن رسول الله صلى الله عليه وسلم كان يُقَلَسَّ له يوم الفطر قال جابر هو اللعب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯ | মুসলিম বাংলা